বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা, আচমকা মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ হচ্ছে সরকারি স্কুল – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার সকালে ঘুম ভেঙে শহরবাসী দেখল কলকাতা কার্যত জলের তলায়। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন। কোথাও হাঁটু-জল, কোথাও আবার বুক পর্যন্ত ডুবে গেছে রাস্তা। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও অফিসগামী মানুষ। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে পুজোর ছুটি এগিয়ে আনা হলো।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার থেকেই সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, আইসিএসই এবং সিবিএসই বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দুই দিন ছুটি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দুই দিন অনলাইন ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে আপাতত স্বস্তিতে পড়ুয়া ও অভিভাবকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *