ভুলে যাওয়া পড়া মনে রাখার সহজ উপায়! কীভাবে নোটস তৈরি করলে সবকিছু মনে থাকবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

আপনি কি পড়া মনে রাখতে গিয়ে বারবার ভুলে যান? পরীক্ষার সময়ে এসে মনে হয় যেন কিছুই পড়া হয়নি? এ সমস্যা শুধু আপনার নয়, এমনটা স্কুল, কলেজ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সময় বহু শিক্ষার্থীর সঙ্গেই ঘটে। কারণ শুধু বই বা লেকচার শুনে সবকিছু মনে রাখা কঠিন। তাই পড়া মনে রাখার মূল চাবিকাঠি হলো নোটস তৈরি। তবে নোটস তৈরি করারও কিছু বিশেষ কৌশল আছে। আসুন জেনে নিই, কীভাবে নোটস তৈরি করলে পড়া মনে রাখা সহজ হবে:

১. শুধু গুরুত্বপূর্ণ বিষয় লিখুন

বই বা ক্লাস লেকচারের প্রতিটি লাইন নোট করার প্রয়োজন নেই। এতে শুধু সময় নষ্ট হয়। বরং মূল ধারণা, গুরুত্বপূর্ণ শব্দ এবং শিরোনামগুলো লিখে রাখুন।

২. সংক্ষেপ ও প্রতীকের ব্যবহার

দ্রুত নোট লেখার জন্য দীর্ঘ বাক্য এড়িয়ে সংক্ষেপ, ছোট শব্দ বা প্রতীক ব্যবহার করুন। যেমন, ‘কারণ’ এর বদলে একটি তীর চিহ্ন (→) বা ছোট শব্দ ব্যবহার করলে সময় বাঁচবে।

৩. মনোযোগ ধরে রাখার জায়গা

শান্ত ও কোলাহলমুক্ত জায়গায় বসে নোট তৈরি করুন। বিক্ষিপ্ত পরিবেশে তৈরি করা নোটস কম কার্যকর হয়। তাই এমন একটি জায়গা বেছে নিন যেখানে আপনি শান্তিতে বসতে পারবেন।

৪. প্রশ্ন করুন ও নোটস ভাগ করে নিন

কোনো কিছু বুঝতে না পারলে শিক্ষক বা বন্ধুদের কাছে প্রশ্ন করতে লজ্জা পাবেন না। নিজের নোটস বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং তাদের নোটস থেকেও সাহায্য নিন। এতে আপনার কোনো তথ্য বাদ পড়লেও তা খুঁজে নিতে পারবেন।

৫. হেডিং ও বুলেট পয়েন্ট

বড় বিষয়গুলোকে শিরোনাম দিয়ে এবং ছোট ছোট পয়েন্টগুলোকে বুলেট ব্যবহার করে লিখুন। এতে তথ্য সুশৃঙ্খল থাকে এবং পরে রিভিশনের সময় সহজেই খুঁজে পাওয়া যায়।

৬. নিজের ভাষায় লিখুন

বইয়ের বা শিক্ষকের দেওয়া কথা হুবহু না লিখে নিজের মতো করে বুঝে লিখুন। যখন আপনি নিজের ভাষায় কোনো বিষয় লেখেন, তখন মস্তিষ্ক সেটি দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারে।

৭. নিয়মিত রিভিশন

নোটস তৈরি করার এক বা দুই দিনের মধ্যে সেগুলো আবার পড়ুন। কোনো নতুন তথ্য মনে এলে তা যোগ করে নিন। বারবার রিভিশন দিলে পড়া আরও ভালোভাবে মাথায় বসে যায়।

৮. ভিন্ন কৌশল ব্যবহার করুন

সবার জন্য একই পদ্ধতি কার্যকর নাও হতে পারে। আপনি করনেল মেথড, মাইন্ড ম্যাপ বা ফ্লোচার্টের মতো ভিন্ন কৌশল ব্যবহার করে দেখতে পারেন। কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে উপযোগী, তা নিজেই পরীক্ষা করে দেখুন।

৯. পড়ার আগে একবার দেখে নিন

ক্লাস শুরু হওয়ার আগে বা কোনো বিষয় পড়া শুরুর আগে একবার সেটির শিরোনাম বা সারাংশ দেখে নিন। এতে ক্লাস চলাকালীন বা পড়ার সময় বিষয়গুলো দ্রুত বুঝতে পারবেন এবং নোট তৈরি করা সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *