ট্রাম্পের ‘ভিসাবোমা’য় ধাক্কা! আমেরিকার দুই সংস্থার মাথায় বসলেন দুই ভারতীয়, কী প্রতিক্রিয়া দিল হোয়াইট হাউস? – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মাঝেই বড় চমক। সম্প্রতি যেখানে H-1B ভিসার খরচ এক ধাক্কায় প্রায় ৮৮ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, সেখানে নিজেদের দেশের সংস্থার কাছেই ধাক্কা খেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আমেরিকার দুই নামজাদা সংস্থা তাদের সিইও পদে বসাল দুই ভারতীয়কে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ (MAGA) স্লোগানের সঙ্গে কি এই ঘটনা সাংঘর্ষিক নয়?
মার্কিন টেলিকম জায়ান্ট ‘টি-মোবাইল’ তাদের চিফ অপারেটিং অফিসার শ্রীনিবাস গোপালনকে সরাসরি সিইও পদে উন্নীত করেছে। অন্যদিকে, শিকাগোর প্রথম সারির পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘মলসন কুয়ার্স’ তাদের নতুন সিইও হিসেবে নিয়োগ করেছে রাহুল গোয়েলকে। আগামী ১ অক্টোবর থেকে তিনি এই দায়িত্বভার সামলাবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। কারণ, ভিসা ফি বাড়ানোর উদ্দেশ্য ছিল বিদেশি শ্রমিকদের ঠেকানো এবং আমেরিকানদের জন্য আরও কর্মসংস্থান তৈরি করা। কিন্তু টি-মোবাইল বা মলসন কুয়ার্সের মতো সংস্থা বুঝিয়ে দিল, যোগ্যতার প্রশ্নে ভারতীয় পেশাদাররা এখনও তাঁদের কাছে অগ্রাধিকার পান।
তবে এই প্রথম নয়। মাইক্রোসফটের সত্য নাদেলা থেকে শুরু করে গুগল ও অ্যালফাবেটের সুন্দর পিচাইয়ের মতো আরও বহু ভারতীয় ইতিমধ্যেই বিশ্বজুড়ে শীর্ষ পদে নিজেদের জায়গা করে নিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন দেখার, আমেরিকান সংস্থাগুলির এমন সিদ্ধান্তের পর তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়।
প্রসঙ্গত, ভিসা ফি বেড়ে যাওয়ায় আমেরিকায় কাজের স্বপ্ন দেখা বহু ভারতীয়ের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে।