ভারী বৃষ্টিতে ডুবল কলকাতা, লকগেট খুলতেই কি স্বাভাবিক হবে শহরের পরিস্থিতি? – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার রাতভর প্রবল বর্ষণে কার্যত বানভাসি কলকাতা। টানা ৪ ঘণ্টার বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা চলে গেছে জলের তলায়। জলমগ্ন রাস্তায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার সকালেও অনেক জায়গায় বৃষ্টি চলছে। কলকাতা পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, রাত থেকে ভোর পর্যন্ত শহরে প্রায় ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জল জমা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালেই কন্ট্রোল রুমে যান কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। তিনি জানান, ‘রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত লকগেট বন্ধ ছিল। এই সময়ে আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও ভোর ৫টায় লকগেট খুলে দেওয়া হয়েছে এবং জল নামানো শুরু হয়েছে। তবে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।’

পুরসভার এক সূত্র থেকে জানা গেছে, অতিবৃষ্টির কারণে শহরে জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। মঙ্গলবার দুপুর ১২টার পর গঙ্গায় জোয়ার আসার কারণে আবারও লকগেট বন্ধ করতে হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেই সময় আবারও যদি ভারী বৃষ্টি হয় তাহলে বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুরসভা।

উত্তর কলকাতার কয়েকটি এলাকার জল নামলেও এখনো বিকে পাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, সিআর অ্যাভিনিউ-সহ বিভিন্ন রাস্তায় হাঁটুজল জমে আছে। এছাড়াও, বেহালা, বড়িশা, ঠাকুরপুকুর, জোকা, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচের মতো নতুন যুক্ত এলাকাগুলোও জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শহরবাসী পুরসভার দিকেই আঙুল তুলেছেন।

এখন দেখার, পুরসভার দেওয়া সময় অনুযায়ী শহর জলমুক্ত হয় নাকি আবারও বৃষ্টিতে ভাসবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *