টিম ইন্ডিয়ার সামনে ফাইনালের হাতছানি, টাইগার বধ করেই কি ইতিহাস গড়বে ভারত? – এবেলা

এবেলা ডেস্কঃ

এশিয়া কাপ ২০২৫ এখন একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারানোর পর এবার তাদের সামনে প্রতিপক্ষ বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ সেপ্টেম্বর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত জরুরি। কারণ এর ফলাফলের উপরই ফাইনালের ভাগ্য অনেকটা নির্ভর করছে। তাই আশা করা হচ্ছে, দুই দলই আক্রমণাত্মক ক্রিকেট খেলবে।

ভারত এবং বাংলাদেশের মধ্যে বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে এবং ভিতরে উত্তেজনা চরমে। গত জুলাই মাসে হওয়ার কথা ছিল দুই দলের মধ্যে একটি হোয়াইট বল সিরিজ, যা বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে বরাবরই বাংলাদেশের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে ভারত। তবে টিম ইন্ডিয়াও এবার যোগ্য জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রেকর্ড যথেষ্ট ভালো, তাই লিটন দাসের দল চাইবে সেই রেকর্ড ভেঙে দিতে।

যে দল এই ম্যাচে জয়ী হবে, তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে এবং ফাইনালের পথ তাদের জন্য অনেকটাই মসৃণ হয়ে যাবে। অন্যদিকে, এই ম্যাচে হেরে গেলে ফাইনালের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের পরাজিত দলেরও এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত। তাই এই ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেবে। সবাই এখন ২৪ সেপ্টেম্বরের ম্যাচের দিকে তাকিয়ে আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *