‘ভুয়ো হিন্দু দেবতা’…..! ট্রাম্পের দলে আবারও হিন্দুবিদ্বেষী মন্তব্য, হনুমান মূর্তি সরাতে চান রিপাবলিকান নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের দলের এক নেতার মন্তব্যে ফের বিতর্কের ঝড় উঠেছে। এবার এক রিপাবলিকান নেতা টেক্সাসের একটি হনুমান মূর্তি নিয়ে আপত্তি তুলেছেন। তার দাবি, একটি খ্রিস্টান রাষ্ট্রে ‘ভুয়ো হিন্দু দেবতার’ মূর্তি থাকা উচিত নয়।
ঘটনার সূত্রপাত টেক্সাসের একটি হনুমান মূর্তি ঘিরে। সম্প্রতি রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এক ভুয়ো হিন্দু দেবতার ভুয়ো মূর্তি, সেটা টেক্সাসে থাকার অনুমতি দেব কেন আমরা? আমরা তো খ্রিস্টান রাষ্ট্র।’ যদিও সাংবিধানিকভাবে আমেরিকা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এই মন্তব্যের পর তীব্র নিন্দা শুরু হয়েছে।
আমেরিকার হিন্দু সংগঠনগুলি এই মন্তব্যকে ‘প্রবল হিন্দুবিদ্বেষী’ ও ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেছে। তারা রিপাবলিকান দলকে সতর্ক করে বলেছে, ডানকান দলের বিদ্বেষবিরোধী নীতি লঙ্ঘন করেছেন। নেটিজেনরাও মনে করিয়ে দিয়েছেন যে মার্কিন সংবিধান প্রত্যেক নাগরিককে তাদের পছন্দমতো ধর্ম পালনের অধিকার দেয়।
উল্লেখ্য, গত বছর উন্মোচিত হওয়া এই হনুমান মূর্তিটি আমেরিকার অন্যতম উচ্চতম হিন্দু মূর্তি। ট্রাম্পের দলের এক নেতার এমন বিদ্বেষমূলক মন্তব্যের পর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
Why are we allowing a false statue of a false Hindu God to be here in Texas? We are a CHRISTIAN nation!pic.twitter.com/uAPJegLie0
— Alexander Duncan (@AlexDuncanTX) September 20, 2025