জলমগ্ন শহর! পরীক্ষা স্থগিতের নোটিশ দিয়ে কী জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা শহর। জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে সড়ক ও রেল পরিষেবা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগ’-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

একটানা পাঁচ ঘণ্টার বৃষ্টিতে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলিতে জল জমে গিয়েছে। শুধু তাই নয়, এর জেরে পুজোর প্রস্তুতিতেও বড় ধাক্কা লেগেছে। কোথাও মণ্ডপ ভেঙে পড়েছে, কোথাও বা ভেসে গিয়েছে সাজসজ্জার সামগ্রী। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পুর প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর কলকাতার চেয়ে দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ বেশি। এর ফলে দক্ষিণ কলকাতার জীবনযাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে আরও খবর, নতুন করে বৃষ্টি না হলে জমা জল নামতে কমপক্ষে ১০ ঘণ্টা সময় লাগবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *