জঙ্গলমহলে বিরাট ধাক্কা! ৮০ লক্ষ টাকার মাথার দাম, ছত্তিশগড়ে খতম দুই মাওবাদী কমান্ডার – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলা হান্ট ডেস্ক: ফের বড় সাফল্য পেল দেশের নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড়ের অবুঝমাঢ়ের গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ গুলির লড়াইয়ে খতম হলো দুই কুখ্যাত মাওবাদী নেতা। নিহতদের নাম কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। এরা দু’জনেই মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দীর্ঘদিন ধরে মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাদের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা করে, অর্থাৎ মোট ৮০ লক্ষ টাকা। এই অভিযানে মাওবাদী সংগঠন বড়সড় ধাক্কা খেল বলে মনে করছে প্রশাসন।
কীভাবে সম্পন্ন হলো এই অভিযান?
পুলিশ সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর আসে যে অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদীদের একটি বড় দল লুকিয়ে আছে। খবর পাওয়া মাত্রই ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) এবং ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP) যৌথভাবে একটি বড়সড় তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেললে মাওবাদীরা মরিয়া হয়ে গুলি চালাতে শুরু করে। জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলে। শেষ পর্যন্ত ওই দুই শীর্ষ নেতার মৃত্যু হয়।
এনকাউন্টারের পর ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি আইএনএসএএস রাইফেল, একটি বি-জি-এল লঞ্চার, প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রাজু দাদার বয়স ৬৩ এবং কোসা দাদার বয়স ৬৭ বছর। দু’জনেই তেলেঙ্গানার বাসিন্দা এবং গত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে মাওবাদী কার্যকলাপের নেতৃত্ব দিয়েছে।
কেন এই সাফল্য গুরুত্বপূর্ণ?
এই সফল অভিযানের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদের বিরুদ্ধে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। আমাদের বাহিনী লাল সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে।’ একইসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীও নিরাপত্তা বাহিনীর এই সাহসিকতার প্রশংসা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাহের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার কাজ করছে। বিজেপি সরকার ছত্তিশগড়ে ক্ষমতায় আসার পর মাওবাদ বিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালে বস্তার অঞ্চলে ২৮৭ জন মাওবাদী নিহত হয়েছে এবং হাজারেরও বেশি গ্রেপ্তার হয়েছে। এ বছরও একই গতিতে চলছে অভিযান। গত ৯ মাসেই ২১০ জন মাওবাদী খতম হয়েছে, যার মধ্যে ১৩ জনই ছিল শীর্ষ নেতা। এই সাফল্য শুধু বাহিনীর মনোবলই বাড়াচ্ছে না, বরং প্রমাণ করছে যে মাওবাদের দিন শেষের পথে।