ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা, বিপর্যস্ত জনজীবন; শহরে কী চলছে দেখুন – এবেলা
এবেলা ডেস্কঃ
অসুর বৃষ্টির তাণ্ডবে কার্যত ভেসে গেছে কলকাতা। মঙ্গলবার ভোর থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই জল থইথই অবস্থা। আলিপুরে গত ২৪ ঘণ্টায় ২৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত চার দশকের মধ্যে সেপ্টেম্বরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এই আকস্মিক দুর্যোগে নাজেহাল শহরবাসী।
ভোর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় শহরের প্রধান রাস্তা, অলিগলি সব জলের তলায়। বহু জায়গায় জল জমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। বাস, ট্যাক্সি রাস্তায় বিকল হয়ে পড়ে আছে। অ্যাপ ক্যাবও উধাও। ফলে কর্মস্থলে পৌঁছতে সাধারণ মানুষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কেউ কেউ দশগুণ বেশি ভাড়া দিয়ে লরি বা ছোট হাতিতে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতির কারণে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। মেট্রো পরিষেবা কিছুটা স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট সময় অন্তর তা চলছে।
বৃষ্টির ফলে কেবল যান চলাচলই নয়, বিদ্যুৎ বিভ্রাটও ঘটছে শহরের বিভিন্ন প্রান্তে। এর মধ্যেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। দ্রুত জল নামানোর জন্য কলকাতা পুরসভা (KMC) কন্ট্রোল রুম থেকে কাজ চালাচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম নিজেই সশরীরে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। তিনি জানিয়েছেন, এমন মেঘ ভাঙা বৃষ্টি অপ্রত্যাশিত ছিল। তবে পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং আশা করা হচ্ছে আজ রাতের মধ্যে বেশিরভাগ জায়গা থেকে জল নেমে যাবে।
মেয়র ফিরহাদ হাকিম শহরের নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, যদি খুব প্রয়োজন না থাকে, তবে আজ বাড়ি থেকে বেরোবেন না। যারা কাজে বেরোচ্ছেন, তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুরসভা পুরোদমে কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।