পুজোর আগে শহরে অস্ত্রের রমরমা, পরপর শুটআউট ঘিরে বাড়ছে উদ্বেগ – এবেলা
এবেলা ডেস্কঃ
পুজোর মুখে ভিনরাজ্য থেকে কলকাতায় ঢুকছে অবৈধ অস্ত্র। বিহার, ঝাড়খণ্ড থেকে অস্ত্র পাচার হচ্ছে শহরে। পরপর দুটি শুটআউটের ঘটনায় এই তথ্য উঠে আসায় পুলিশি তৎপরতা বেড়েছে। শহরের নিরাপত্তায় বিশেষ নজর দিতে এবার অস্ত্র উদ্ধারের উপরেই জোর দিয়েছে লালবাজার।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে পুলিশের উদ্বেগ বেড়েছে। রবিবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার একটি জিমে পরপর গুলি চালায় দুই অজ্ঞাতপরিচয় আততায়ী। এর একদিন পর সোমবার পশ্চিম বন্দর এলাকায় প্রকাশ্যে গুলিতে এক যুবক খুন হন। উৎসবের মরশুমে এমন পরপর হিংসার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ।
কেন বাড়ছে অস্ত্রের আনাগোনা, তার তদন্তে নেমে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, শহরে দু’দিনে দু’টি গুলির ঘটনা ঘটেছে। পুলিশি অভিযানে একটি অস্ত্র উদ্ধারও হয়েছে। শহরের বাইরে থেকে, বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ড থেকে অস্ত্র পাচার হচ্ছে। এই পাচার রুখতে কলকাতা পুলিশ বিশেষ নজরদারি চালাচ্ছে। চলতি বছরে পুলিশ বহু অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযানেও সফল হয়েছে কলকাতা পুলিশ।
রবিবার চারু মার্কেট এলাকার ঘটনায় দেখা যায়, রেইনকোট ও হেলমেট পরে দুই আততায়ী জিমে ঢুকে গুলি চালায়। একটি গুলি মেঝেতে এবং আরেকটি সিলিংয়ে লাগে। এরপর তারা বাইকে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ঘটনার পেছনে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ থাকতে পারে। কসবার এক গ্যাংস্টারের সঙ্গে জিমের এক মালিকের যোগাযোগের সূত্রও পেয়েছে পুলিশ। বাইকে আসা আততায়ীরা কোন পথে পালিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশের লক্ষ্য এখন এই অবৈধ অস্ত্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং পুজোর আগে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করা।