বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, ভাসছে খোদ মেয়রের পাড়া! জনরোষের মুখে ফিরহাদ হাকিম – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার রাতভর অঝোরে বৃষ্টি। আর মঙ্গলবার ভোর থেকে জলবন্দি গোটা কলকাতা। কার্যত স্তব্ধ হয়ে গেছে জনজীবন। উৎসবের মরসুমের আগে এই ছবি স্বাভাবিকভাবেই নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। আর এই বিপর্যয়ের জন্য কলকাতা পুরসভার দিকেই আঙুল তুলছেন শহরবাসী। সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে কারণ কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিমের পাড়া, চেতলাতেই জল জমেছে প্রায় হাঁটু পর্যন্ত!

পুরসভা সূত্রে জানা গেছে, সোমবার রাতে দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। মেয়রের নিজের এলাকা চেতলাতেই ২৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা নজিরবিহীন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খোদ মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হয়েও কেন নিজের এলাকাকেই তিনি জলমগ্ন হওয়ার হাত থেকে বাঁচাতে পারলেন না?


বিপর্যয়ের মুখে মেয়র

বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই ফিরহাদ হাকিম নিজের চেতলার বাড়ি থেকে পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। দ্রুত পদক্ষেপ নিতে তিনি ছুটে যান পুরসভায়। কিন্তু পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। লকগেট বন্ধ হয়ে যাওয়া এবং একটানা বৃষ্টির কারণে জল নামানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। গোটা শহর জলবন্দি হয়ে পড়ে। পোর্টেবল পাম্পের সাহায্যে প্রাথমিক মোকাবিলা করা হলেও তা পর্যাপ্ত ছিল না।

মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের যোগ্যতা নিয়ে শাসকদলের মধ্যেও প্রশ্ন উঠেছে। এর আগে যখন তাঁকে মেয়র করা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিল পর্যন্ত আনতে হয়েছিল। একাধিক দায়িত্বের কারণে তাঁর পক্ষে পুরসভার কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া কঠিন হতে পারে বলে তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই বিপর্যয়ের পর সেই পুরনো বিতর্কই আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে।

মেয়রের কাজ বনাম সমালোচকদের মত

ফিরহাদ হাকিমের সমালোচকরা তাঁর পূর্বসূরি সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর তুলনা টানছেন। তাঁদের মতে, মেয়র হিসেবে তিনি কিছুটা পিছিয়ে আছেন। যদিও ফিরহাদের অনুগামীরা বলছেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে ববি অনেক বেশি এগিয়ে। ‘টক টু মেয়র’ এর মতো কর্মসূচি তারই প্রমাণ। কিন্তু এই বিপর্যয়ের পর সেই জনগণের কাঠগড়াতেই দাঁড়িয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *