বৃষ্টির জল এড়াতে পাথরের উপর লাফ, শেষে যা হলো দেখে হাসতে হাসতে পেটে খিল ধরবে! – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়া, বিশেষত ইনস্টাগ্রাম এবং ইউটিউবের দৌলতে রোজই নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। কখনও মজার, কখনও আবার অবাক করা। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা হাসিতে লুটিয়ে পড়ছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে একটি গলিতে বেশ জল জমে আছে। সেই জল এড়িয়ে এক তরুণী বাড়ির দরজায় পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি সফলভাবে জল পেরিয়ে এসেছেন, কিন্তু শেষ বাধা ঘরের দরজার সামনে জমে থাকা জল। জুতো ভিজে যাওয়ার ভয়ে তিনি একটি পাথর জলের মধ্যে ফেলেন এবং সেটির ওপর দাঁড়িয়ে দরজা খোলার চেষ্টা করেন।
কিন্তু দুর্ভাগ্যবশত, পাথরের উপর থেকে তার ভারসাম্য বিগড়ে যায় এবং তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন। কোনোমতে নিজেকে সামলালেও তার সাধের জুতোটি পুরোপুরি ভিজে যায়। এই ঘটনায় তিনি হতাশ হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে যান।
ইনস্টাগ্রামে ‘ghantaa’ নামক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার হতেই হাজার হাজার লাইক এবং কমেন্ট আসে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি হলে তো ওখানেই বসে পড়তাম।” আরেকজন মন্তব্য করেছেন, “আমি হলে দরজা ভেঙে দিতাম।” এমন আরও অনেক মজার কমেন্টে ভরে গেছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্স। নেটিজেনরা এই ঘটনাটিকে খুবই উপভোগ করেছেন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করছেন।