জমা জলে পা ফেলতেই সব শেষ! কলকাতায় মাত্র কয়েক ঘণ্টায় পাঁচজনের মৃত্যু, কী এমন ঘটল? – এবেলা

এবেলা ডেস্কঃ

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে কার্যত ডুবেছে কলকাতা। আর তার ফল হয়েছে মর্মান্তিক। জমা জলে পা রাখতেই একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছেন শহরের বাসিন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকেই থমকে গেছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা। উত্তর থেকে দক্ষিণ, কলকাতা প্রায় জলের তলায়। সল্টলেক এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও জল জমেছে ব্যাপকভাবে। মানিকতলা থেকে মুদিয়ালি পর্যন্ত বিভিন্ন জায়গায় কোমর জল। অনেক জায়গায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ও অটো জলের নিচে চলে গেছে। রেললাইন ও মেট্রো লাইনে জল জমার কারণে ট্রেন ও মেট্রো পরিষেবাও ব্যাহত।

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজন নেতাজিনগরের, একজন ইকবালপুরের, একজন বেনিয়াপুকুরের, একজন কালিকাপুরের এবং একজন বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। মৃতদের সবারই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতদের একজনের নাম জিতেন্দ্র সিং, যার বয়স ৬০ বছর।

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে এমন বিপর্যয়ের সাক্ষী এর আগে খুব কমই হয়েছে বলে মনে করছেন শহরবাসী। এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *