পারফেক্ট জীবনসঙ্গী নেই? তাহলে কী করব? এক যুবতী করলেন এমন কাণ্ড! যা শুনে চমকে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজেকে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক যুবতী। মনমতো সঙ্গী খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত নিজেকেই বিয়ে করে নিলেন তিনি। শুধু তাই নয়, রীতি মেনে বিয়ের পোশাক পরা থেকে শুরু করে যাবতীয় আচার-অনুষ্ঠানও পালন করলেন ধুমধাম করে। কাছের ৭০ জন বন্ধু-বান্ধব ও আত্মীয়দের নিয়ে এই উদযাপনে মেতে উঠলেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবতীর নাম লরা মেসি। পেশায় একজন ফিটনেস ট্রেনার। প্রায় সাত বছর আগে, ২০১৭ সালে তিনি এই পদক্ষেপ নেন। ১২ বছরের একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর ৪০তম জন্মদিনে লরা এই সিদ্ধান্ত নেন। তিনি আত্মীয় ও বন্ধুদের জানান যে, মনের মতো সঙ্গী না পাওয়ায় তিনি নিজেকেই বিয়ে করবেন। সেই সময় এক ইতালীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের সবার আগে নিজেকে ভালোবাসা উচিত। যদি রাজপুত্র খুঁজে না পাও, তাহলে নিজেই নিজের গল্পের রানি হয়ে ওঠো।”

লরা মেসির এই বিয়ের গল্প সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি জানান, নিজেকে বিয়ে করার এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। এর জন্য কাছের মানুষদের সমর্থন প্রয়োজন হয়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এখন থেকে আর কেউ আমার মুখের হাসি কেড়ে নিতে পারবে না।”

প্রসঙ্গত, নিজেকে বিয়ে করার ঘটনা এটিই প্রথম নয়। ২০২২ সালে ভারতের গুজরাটের এক তরুণীও নিজেকে বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন। ২৪ বছর বয়সী ক্ষমা বিন্দু নামের ওই তরুণীও সমাজের গৎবাঁধা রীতিনীতি ভাঙতে চেয়েছিলেন। তিনি দাবি করেন, তিনিই ভারতে প্রথম ‘সোলোগামি’ বা নিজেকে বিয়ে করার পদক্ষেপ নিচ্ছেন। যদিও আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে এর কোনো আইনি ভিত্তি নেই। ক্ষমা বিন্দুর এই সিদ্ধান্তও সেই সময় ব্যাপক সাড়া ফেলেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *