অবিশ্বাস্য! পুজোর মুখে এক রাতেই কলকাতা-সল্টলেক ভাসল – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাক-পুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকৃতি যেন ভিন্ন মেজাজে ধরা দিল। গতকাল রাতভর একটানা ভারী বৃষ্টিতে কলকাতা ও বিধাননগর কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সল্টলেকের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু একতলা বাড়িতে জল ঢুকে যাওয়ায় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার।

এই অপ্রত্যাশিত বৃষ্টিতে পুজোর প্রস্তুতিতে বড়সড় ধাক্কা লেগেছে। জায়গায় জায়গায় ভেঙে পড়েছে নির্মীয়মাণ মণ্ডপ ও স্টল। উৎসবের এই সময়ে এমন পরিস্থিতি আয়োজক ও সাধারণ মানুষের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

বৃষ্টির কারণে শহরের নিকাশি ব্যবস্থার দুর্বলতা আবার একবার সামনে এসেছে। রেললাইনে জল জমার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, যার জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। ভোর থেকেই পাম্প ব্যবহার করে জল নামানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতির উন্নতির জন্য আরও সময় প্রয়োজন। এই মুহূর্তে শহরের প্রধান রাস্তাগুলিও জলমগ্ন, যা যান চলাচলে বড় বাধা সৃষ্টি করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *