ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে ১,৪০০ কোটি ডলার ক্ষতির মুখে মার্কিন সংস্থা! – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এইচ-১বি ভিসা নীতি এবার বিপদের মুখে ফেলেছে খোদ মার্কিন সংস্থাগুলোকে। এই ভিসার নিয়ম পরিবর্তনের ফলে বছরের শেষে প্রায় ১,৪০০ কোটি ডলারের বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের বড় বড় কর্পোরেশনগুলো। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমনটাই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
হোয়াইট হাউস সূত্রের খবর, যারা ইতিমধ্যেই এইচ-১বি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, দেশে পুনরায় প্রবেশের জন্য তাদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না। কিন্তু নতুন করে যারা এই ভিসার জন্য আবেদন করবেন, তাদের সংশ্লিষ্ট মার্কিন সংস্থাকে প্রায় এক লক্ষ ডলার করে সরকারকে দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির কারণে একদিকে যেমন বিদেশি কর্মীদের নিয়োগ ব্যয় বাড়ছে, তেমনি আর্থিক ক্ষতির মুখে পড়ে চিন্তায় পড়েছেন মার্কিন কর্পোরেট কর্তারা। এই নয়া নিয়ম ভবিষ্যতে মার্কিন প্রযুক্তি এবং অন্যান্য শিল্পে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।