ভিসা নিয়ে চাপানউতোরের মাঝেই ‘ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ’, জয়শংকরের সঙ্গে বৈঠক শেষে বার্তা মার্কিন বিদেশসচিবের – এবেলা
এবেলা ডেস্কঃ
একদিকে যখন আমেরিকা ভিসা নীতি কঠোর করে ভারতকে ‘চাপে’ রাখার চেষ্টা করছে, ঠিক তখনই উল্টো সুর শোনা গেল ওয়াশিংটনের কণ্ঠে। ভিসা-শুল্ক সংক্রান্ত একাধিক সমস্যার মধ্যেই নিউ ইয়র্কে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। এই বৈঠকের পরই তিনি সাফ জানিয়েছেন, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই এই মন্তব্যে নতুন করে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন দেখা দিয়েছে। শুল্কনীতি নিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H1B ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছেন। ভিসা পেতে ভারতীয়দের জন্য বিরাট অঙ্কের ফি ধার্য করা হয়েছে। এই পদক্ষেপের একদিন পরেই জয়শংকর এবং রুবিওর এই বৈঠক আন্তর্জাতিক মহলের নজর কেড়েছিল।
তবে বৈঠকের পর মার্কিন বিদেশসচিবের কণ্ঠে শোনা গেল বন্ধুত্বের সুর। তিনি জানান, ভারত ও আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য এবং কোয়াড-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একসঙ্গে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি, এবং খনিজ দ্রব্যের মতো একাধিক ক্ষেত্রে নয়াদিল্লি যেভাবে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে, তা প্রশংসনীয়। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেই জয়শংকর একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেন, যার মধ্যে মার্কো রুবিওর সঙ্গে এই আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল।