সন্তানদের আমি দেখব, তুমি তোমার প্রেমিকের সঙ্গে যাও! দুই সন্তানের জননীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের সন্ত কবীরনগরে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে দুই সন্তানকে স্বামীর কাছে রেখে প্রেমিকের হাত ধরেছেন এক নারী। তবে চমক এখানেই শেষ নয়, পুরো ঘটনাটি ঘটেছে খোদ স্বামীর উপস্থিতিতে এবং তার সম্মতিতে।
স্ত্রীর প্রেমিককে মেনে নিলেন স্বামী
ঘটনার সূত্রপাত সন্ত কবীরনগরের ধনঘটা থানার অন্তর্গত একটি গ্রামে। জানা যায়, ২০১৭ সালে রাধিকা নামের ওই নারীর বিয়ে হয়েছিল बबलू নামে এক ব্যক্তির সঙ্গে। আট বছরের বিবাহিত জীবনে তাদের দুই সন্তানও হয়— সাত বছরের ছেলে আরিয়ান এবং দুই বছরের মেয়ে শিবানী।
বিয়ের পর থেকেই বেশিরভাগ সময় কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতেন স্বামী। এরই মধ্যে গ্রামের এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন রাধিকা। দীর্ঘদিন ধরে এই সম্পর্ক চলছিল এবং তা প্রকাশ্যে আসে। গ্রামের মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
সব জেনেও স্ত্রী ও তার প্রেমিককে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিলেন স্বামী।
রাজি হলেন দুই সন্তানকে ছাড়তেও
এই বিষয়ে জানার পর স্বামী প্রথমে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এরপর গ্রামের পঞ্চায়েত বসে। সেখানে স্বামীকে জিজ্ঞাসা করা হয়, ‘রাধা কি আপনার সঙ্গে থাকতে চায়, নাকি তার প্রেমিকের সঙ্গে?’ রাধিকা তখন তার প্রেমিকের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
এরপরই স্বামী তার প্রেমিককে বলেন, ‘ঠিক আছে, আমি তোমার সঙ্গে আমার স্ত্রীর বিয়ে দিচ্ছি। কিন্তু আমার সন্তানদের আমিই বড় করব।’ রাধিকাও এই প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর রাধিকার স্বামী ও তার দুই সন্তানকে সাক্ষী রেখে গ্রামের এক মন্দিরে তাদের বিয়ে হয়। শুধু তাই নয়, স্ত্রীকে আইনিভাবেও তার প্রেমিকের হাতে তুলে দেন তিনি। স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার পর দুই সন্তানকে নিয়ে জীবনের নতুন পথে পাড়ি দিয়েছেন ওই ব্যক্তি।