লক্ষাধিক টাকা মাথার দাম, খতম দুই কুখ্যাত মাওবাদী নেতা; কী ভাবে সম্ভব হলো এই অভিযান? – এবেলা
এবেলা ডেস্কঃ
মাওবাদী দমনে আরও একটি বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে মাওবাদী সংগঠনের দুই শীর্ষ নেতার। তাদের মাথার দাম ছিল ৮০ লক্ষ টাকা। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘লাল সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে আমাদের নিরাপত্তাবাহিনী।’ দেশের মাওবাদী কার্যকলাপে এটি একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর ছত্তিশগড়ের অবুঝমাঢ় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পান গোয়েন্দারা। খবর পাওয়া মাত্রই অভিযানে নামে ছত্তিশগড় পুলিশ ও আইটিবিপি-র একটি যৌথ দল। এলাকাটি ঘিরে ফেলা হয় এবং শুরু হয় চিরুনি তল্লাশি। হঠাৎই মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলে। এর জেরেই খতম হয় কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা নামে দুই কুখ্যাত মাওবাদী নেতা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি ইনসাস রাইফেল, একটি বিজিএল লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক। এই দুই মাও নেতার বয়স ছিল যথাক্রমে ৬৩ ও ৬৭ বছর এবং তারা তেলেঙ্গানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে দেশের একাধিক মাওবাদী আক্রমণের মূল পরিকল্পনাকারী ছিল এই দুই নেতা।
মাওবাদ দমনে সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “আমাদের নিরাপত্তাবাহিনী মাওবাদের বিরুদ্ধে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে।” তিনি জানান, দুই মাওবাদী নেতার মাথার দাম ছিল প্রত্যেকের ৪০ লক্ষ টাকা। অন্যদিকে, এই সফল অভিযানের জন্য নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ভারত থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেছেন। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মাওবাদ-বিরোধী অভিযানে উল্লেখযোগ্য গতি এসেছে। ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে ২৮৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে, গ্রেপ্তার হয়েছে ১০০০-এর বেশি এবং আত্মসমর্পণ করেছে ৮৩৭ জন। ২০২৫ সালেও অভিযান অব্যাহত রয়েছে। মাত্র ৯ মাসে ২১০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে এনকাউন্টারে। এর মধ্যে শুধু ছত্তিশগড়েই ১৩ জন শীর্ষ মাও নেতার মৃত্যু হয়েছে, যাদের মাথার দাম ছিল ২০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত।