আগামী মঙ্গলবার রাজ্যের কারামন্ত্রী জেলে না বেলে? আদালতের রায়ে কৌতূহল তুঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামী মঙ্গলবার। কলকাতার বিচারভবনের বিশেষ সিবিআই কোর্টে দীর্ঘ শুনানির পর বিচারক শুভেন্দু সাহা রায় ঘোষণার জন্য এই দিনটি ধার্য করেছেন। মন্ত্রীর জামিনের আবেদন নিয়ে আদালত চত্বরে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৪১ লক্ষ টাকা এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি। এখন সবার একটাই প্রশ্ন, আগামী মঙ্গলবার কি মন্ত্রী জেলে যাবেন নাকি জামিন পাবেন?

আদালতের এই রায় মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার গতিপথ দুইয়ের ওপরই ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলের নজর এখন মঙ্গলবার আদালতের দিকে। রায়ে কী ঘোষণা হয়, তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *