অচেনা অঙ্গ লুকিয়ে ছিল মানবদেহে! ক্যানসারের চিকিৎসায় নতুন দিশা – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজ্ঞানীরা মানবদেহে খুঁজে পেলেন এক নতুন অঙ্গ। নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী প্রস্টেট ক্যানসার নিয়ে গবেষণা করতে গিয়েই হঠাৎ এর সন্ধান পান। মানুষের গলায় এতদিন লুকিয়ে ছিল এই লালাগ্রন্থি, যার অস্তিত্ব এতদিন অজানা ছিল। এই নতুন গ্রন্থিগুলির নাম দেওয়া হয়েছে ‘টিউবারিয়াল স্যালিভারি গ্রন্থি’।
নাকের পেছনের অংশ ও গলার ওপরের অংশে অবস্থিত এই গ্রন্থিগুলো এতদিন বিজ্ঞানীদের নজর এড়িয়ে গিয়েছিল। গবেষকরা একশো জনেরও বেশি রোগীর শরীরে পরীক্ষা চালিয়ে এই নতুন অঙ্গের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।
এই আবিষ্কার ক্যানসার চিকিৎসায় একটি বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ক্যানসারের রেডিয়েশন থেরাপির সময় এই গ্রন্থিগুলোকে বাঁচিয়ে রাখলে রোগীর মুখ বা গলার শুষ্কতা এবং অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কমানো সম্ভব হবে। সাধারণত, রেডিয়েশন থেরাপিতে প্রধান লালাগ্রন্থিগুলোকে বাঁচানো হলেও হাজার হাজার আণুবীক্ষণিক গ্রন্থিগুলি সম্পর্কে অজানা থাকার কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হত। এর ফলে রোগীদের কথা বলা বা খাবার চিবোনোর মতো দৈনন্দিন কাজে সমস্যা দেখা দিত।
বিজ্ঞানীরা আশা করছেন, এই নতুন আবিষ্কার মাথা ও গলার ক্যানসার চিকিৎসার পরিকল্পনায় নতুন দিগন্ত খুলে দেবে এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে। বর্তমানে এই নতুন অঙ্গের কার্যকারিতা নিয়ে আরও বিস্তারিত গবেষণা চলছে।