এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারের সীমা বেঁধে দিল এই দেশ, ১৬ বছরের কম বয়সিদের জন্য আসতে চলেছে নতুন নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
ডিজিটাল দুনিয়ার নেশা থেকে শিশুদের বাঁচাতে বড় পদক্ষেপ নিতে চলেছে অস্ট্রেলিয়া। ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারির প্রস্তাব এসেছে সে দেশে। সরকার এই নিয়ম কার্যকর করলে তা এক নতুন নজির স্থাপন করবে, যার প্রভাব পড়তে পারে বিশ্বজুড়েই। কিন্তু কী কারণে এই কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে?
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ও সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মনোবিদরা বলছেন, লাইক ও ফলোয়ারের নেশা শিশু-কিশোরদের মানসিক চাপ, উদ্বেগ ও একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে পড়াশোনার ক্ষতি, ঘুমের অভাব এবং আত্মবিশ্বাসের অভাবে ভুগছে তারা। এই সমস্যা রুখতেই এবার আসরে নেমেছে অস্ট্রেলিয়া সরকার।
সাউথ অস্ট্রেলিয়াসহ একাধিক প্রদেশ এই আইন প্রণয়নের জন্য সবচেয়ে বেশি সক্রিয় হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মেটা, টিকটক বা এক্সের মতো প্ল্যাটফর্মগুলোকে বয়স যাচাইয়ের জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। যদি কোনো সংস্থা এই নিয়ম না মানে, তাহলে তাদের বড় অঙ্কের জরিমানা করা হবে।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বহু অভিভাবক ও মনোবিদ। এক অস্ট্রেলিয়ান সাংসদের মতে, শিশুদের মস্তিষ্কের বিকাশের এই সময়টায় ডিজিটাল জগতের নেশা তাদের বাস্তব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সাইবার বুলিংয়ের শিকার হয়ে অনেকেই আত্মহননের পথ বেছে নিচ্ছে। এই আইন তাদের জন্য একটা সুরক্ষা কবচ হতে পারে।
তবে প্রস্তাবটি ঘিরে বিতর্কও আছে। প্রযুক্তি সংস্থাগুলোর দাবি, বয়স যাচাই করা খুবই কঠিন কাজ। অনেক ব্যবহারকারী ভুয়া তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারে। অনেকে আবার একে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন। তাদের প্রশ্ন, কেবল সোশ্যাল মিডিয়া বন্ধ করলেই কি সব সমস্যার সমাধান হবে?
এই বিতর্কের মধ্যেই সরকার জানিয়েছে, তারা সব দিক খতিয়ে দেখছে। প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও অভিভাবকদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশেও একই ধরনের আইন নিয়ে আলোচনা চলছে। অস্ট্রেলিয়া যদি এই আইন পাশ করতে পারে, তবে তা এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। আপাতত সবার চোখ অস্ট্রেলিয়ার দিকে। ‘ডিজিটাল প্রজন্ম’কে সুরক্ষিত রাখতে তারা শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে, তা দেখতে উৎসুক গোটা বিশ্ব।