কুকুরের নাম ‘শর্মা’ রাখায় ধুন্ধুমার কাণ্ড, মারামারিতে রক্তারক্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
শুধুমাত্র একটি পোষা কুকুরের নাম নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ, আর সেই বিবাদ থেকে মারপিট ও রক্তারক্তি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দৌরে। এক ব্যক্তি তার প্রতিবেশীকে ব্যঙ্গ করার জন্য নিজের পোষা কুকুরের নাম রাখেন ‘শর্মা’। সেই নাম ধরে বারবার ডেকে প্রতিবেশীকে অপমান করতেন তিনি। এর প্রতিবাদ করায় প্রতিবেশীর ওপর হামলা চালানো হয়।
ইন্দৌরের রাজেন্দ্র নগর থানা এলাকার একটি আবাসনের বাসিন্দা বীরেন্দ্র শর্মা। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিবেশী ভূপেন্দ্র সিংয়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না। সম্প্রতি ভূপেন্দ্র একটি কুকুর পোষেন এবং ইচ্ছাকৃতভাবে তার নাম রাখেন ‘শর্মা’ যাতে তাদের অপমান করা যায়। বীরেন্দ্র পুলিশকে জানান, শুধু নাম রেখেই ভূপেন্দ্র থেমে থাকেননি। তিনি তাদের সামনে এবং তার বন্ধুদের সঙ্গে আড্ডার সময়ে কুকুরটিকে ‘শর্মাজি’ বলে ডেকে বিদ্রূপ করতেন।
বীরেন্দ্র শর্মা বলেন, “প্রথম দিকে আমরা বিষয়টা এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু দিনের পর দিন এই ব্যঙ্গ সহ্য করা কঠিন হয়ে পড়ছিল।” বৃহস্পতিবার রাতে ভূপেন্দ্র আবারও তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কুকুরটিকে ‘শর্মাজি’ বলে ডাকলে তারা প্রতিবাদ করেন। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, প্রতিবাদ শুনেই ভূপেন্দ্র এবং তার দুই সঙ্গী বীরেন্দ্র ও তার স্ত্রী কিরণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দম্পতির ওপর হামলা চালায়। বেধড়ক মারধরে ওই দম্পতি গুরুতর আহত হন। এরপর তারা কোনোমতে রাজেন্দ্র নগর থানায় গিয়ে ভূপেন্দ্র ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এমন অদ্ভুত অভিযোগ শুনে প্রথমে পুলিশও কিছুটা অবাক হয়। কিন্তু দম্পতির আঘাত ও ঘটনার গুরুত্ব বুঝে তারা দ্রুত ব্যবস্থা নেয়। রাজেন্দ্র নগর থানার এক পুলিশ আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এই নজিরবিহীন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।