বৃষ্টি না থামতেই আরও এক দুর্যোগের পূর্বাভাস! পুজোর মুখে ভয়াবহ বার্তা দিল আবহাওয়া দফতর – এবেলা
এবেলা ডেস্কঃ
পুজোর আগে এমন বৃষ্টি দেখেনি কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে কার্যত থমকে গিয়েছে গোটা শহর। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক এলাকা। মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের স্বাভাবিক জনজীবন। কলকাতা পুরসভার মেয়র পরিষদ (নিকাশি) তারক সিংহ জানিয়েছেন, এই পরিস্থিতি আরও ১০ থেকে ১২ ঘণ্টা চলতে পারে। অর্থাৎ, এখনই স্বস্তির খবর নেই।
রাতভর টানা বৃষ্টিতে কলকাতার রাস্তাঘাট, গলি, এমনকি বড় বড় চত্বরও জলের নীচে। দক্ষিণ ও উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে ঘরে ঘরে জল ঢুকেছে। অনেক বাড়ির একতলা সম্পূর্ণ ভেসে গিয়েছে, কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করতে হয়েছে। জল জমে যাওয়ায় রেল চলাচলেও ব্যাপক ব্যাঘাত ঘটেছে।
এই অপ্রত্যাশিত বৃষ্টি সবচেয়ে বেশি ক্ষতি করেছে পুজোর প্রস্তুতিতে। কোথাও ভেঙে পড়েছে মণ্ডপ, ভেসে গিয়েছে সাজসজ্জার সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, মণ্ডপ তৈরির সরঞ্জাম নিকাশিনালা বন্ধ করে দেওয়ায় জল জমার মাত্রা আরও বেড়েছে। অনেকেই বলছেন, সাম্প্রতিককালে এমন দুর্যোগ দেখা যায়নি। ফলে শহরে মেঘভাঙা বৃষ্টি হয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে।
আবহাওয়া দফতর আগেই প্রবল বৃষ্টির সতর্কতা দিলেও এমন ভয়াবহ পরিস্থিতি হবে, তা কেউ আঁচ করতে পারেননি। সোমবার রাতে বৃষ্টি শুরু হলেও মধ্যরাতের পর এর তীব্রতা বেড়ে যায়। মঙ্গলবার ভোরের পর বৃষ্টি কিছুটা কমলেও তা পুরোপুরি থামেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে নতুন করে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
পুর প্রশাসন ভোর থেকেই জল নামানোর চেষ্টা করছে, কিন্তু বৃষ্টির পরিমাণ এত বেশি যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের হিসেব অনুযায়ী, দক্ষিণ কলকাতায় বৃষ্টির পরিমাণ উত্তর কলকাতার চেয়ে বেশি। ফলে দক্ষিণ শহরতলির অবস্থা সবচেয়ে শোচনীয়।
এরই মধ্যে নতুন করে আশঙ্কার খবর দিল আবহাওয়া দফতর। তারা সতর্ক করেছে যে, পুজোর শুরুতেই সপ্তাহান্তে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই জল না নামতেই যদি নতুন করে বৃষ্টি নামে, তাহলে শহরের পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।