অপ্রত্যাশিত লুকে মালাইকা, চমকে উঠল মুম্বাই – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
কালো বুক চেরা টপে ক্যামেরার সামনে এলেন বলিউডের ফ্যাশন কুইন মালাইকা আরোরা। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় দেখা যায় তাকে, যেখানে তার বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট সবার নজর কেড়ে নেয়। থ্রি কোয়ার্টার কালো প্যান্টের সঙ্গে সোনালী ও কালো রঙের ডিপ নেক টপে মালাইকাকে দেখা মাত্রই পাপারাজ্জিদের ক্যামেরা ঝলসে ওঠে। কাঁধে ব্যাগ নিয়ে তার আত্মবিশ্বাসী পদচারণা মুহূর্তে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মালাইকা আরোরার এই অপ্রত্যাশিত লুক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। তার স্টাইলিশ এবং উষ্ণ অবতার আবারও প্রমাণ করে দিয়েছে কেন তাকে বলিউডের সবচেয়ে ‘হট কুইন’ বলা হয়। তার প্রতিটি উপস্থিতিই যেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন ট্রেন্ড সেট করে। এই বিশেষ লুকের ভিডিও এবং ছবিগুলো এখন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।