ভয়াল সাইক্লোনের তাণ্ডব! ক্যাটেগরি ৫-এর টাইফুনে ছারখার হতে পারে ফিলিপিন্স, জারি সতর্কতা – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
ক্যাটাগরি ৫-এর সুপার টাইফুন রাগাসার ভয়াবহতা থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হলো ৫ হাজারেরও বেশি মানুষকে। ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চলে চরম সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুততার সঙ্গে উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। ঝড়ের গতিবেগ এতটাই তীব্র যে ফিলিপিন্স ছাড়াও তাইওয়ানেও উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
এদিকে, রাগাসার প্রভাবে হংকংয়েও জারি হয়েছে জরুরি অবস্থা। সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, যা প্রায় ৩৬ ঘণ্টার জন্য অচল থাকতে পারে। এই শক্তিশালী টাইফুনটি কোথায় কোথায় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। এই মুহূর্তে সবকিছুর উপরেই নজর রাখছে স্থানীয় প্রশাসন।