পুজোর আগেই চরম বিপদ, এই ৪ রাশির জাতকরা সাবধান! – এবেলা

এবেলা ডেস্কঃ

আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পাড়ায় পাড়ায় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে জ্যোতিষশাস্ত্র বলছে, পুজোয় সবার ভাগ্য সমান থাকবে না। চারটি রাশির জন্য এই উৎসবের দিনগুলো কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। আনন্দ ও উচ্ছ্বাসের মাঝে হঠাৎ করেই নেমে আসতে পারে ঝড়ের মতো অশান্তি। তাই যদি আপনার এই রাশিগুলোর মধ্যে কোনোটা হয়, তাহলে এখনই জেনে নিন কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে।

মিথুন (Gemini)

পুজোর সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন। এক মুহূর্তের আবেগ বা হুট করে নেওয়া সিদ্ধান্ত আপনার বিপদ বাড়াতে পারে। অযথা কোনো ঝামেলায় জড়ানো থেকে বিরত থাকুন। আনন্দ করুন, তবে আত্মসংযম বজায় রেখে।

কর্কট (Cancer)

আনন্দ যেমন থাকবে, তেমনই কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও আসতে পারে আপনার সামনে। অতিরিক্ত আবেগ বা উচ্ছ্বাসে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। এই সময় ঝুঁকি এড়ানোই বুদ্ধিমানের কাজ। চেষ্টা করুন চারপাশের পরিবেশ শান্ত রাখতে।

কুম্ভ (Aquarious)

গ্রহের অবস্থান এই মুহূর্তে আপনার জন্য কিছুটা প্রতিকূল। কোনো ঝামেলায় না জড়িয়ে অকারণে কথা কাটাকাটি বা তর্ক এড়িয়ে চলুন। রাস্তায় চলাচল এবং গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা জরুরি। আর্থিক লেনদেনেও সতর্ক থাকতে হবে, কারণ ছোট একটি ভুল বড় সমস্যা ডেকে আনতে পারে।

মীন (Pieces)

আপনার ভাগ্যচক্র ঘুরতে চলেছে ঠিকই, কিন্তু পুজোর সময়টা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে যান। তাড়াহুড়ো করে কোনো কাজ বা সিদ্ধান্ত নিলে পরবর্তীতে তা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এই সময় জটিল কাজ থেকে দূরে থাকা ভালো।

জ্যোতিষশাস্ত্র মতে, উৎসবের সময় গ্রহের অস্থিরতা হঠাৎ করেই জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। তাই আনন্দের পাশাপাশি একটু সতর্ক থাকলেই দুর্গাপুজো নির্বিঘ্নে কাটানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *