কলকাতা কি এবার পুজোয় ভাসবে? রেকর্ড বৃষ্টিতে শহরের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ! – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর মুখে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। গত কয়েকদিনের অবিরাম বর্ষণ কার্যত ভাসিয়ে দিয়েছে শহরকে। জলমগ্ন রাস্তা, থমকে যাওয়া যান চলাচল এবং শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা হাঁটুসমান জল – সব মিলিয়ে পুজোর কেনাকাটা ও প্রস্তুতির ওপর বড়সড় প্রভাব পড়েছে। কিন্তু এর শেষ কি এখানেই, নাকি অপেক্ষা করছে আরও বড় বিপদ?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আরও আশঙ্কার জন্ম দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলোতে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মাত্র পাঁচ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা প্রায় এক মাসের গড় বৃষ্টির সমান। এর ফলে শহরের নিকাশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। শুধু রাস্তা নয়, অনেক বাড়ি ও আবাসনেও জল ঢুকে পড়েছে।

কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, গড়িযা কামডহরিতে ৩৩২ মিমি, যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালিঘাটে ২৮০ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে অফিসযাত্রী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি চরমে উঠেছে।

তবে আশঙ্কার এখানেই শেষ নয়। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ২৫শে সেপ্টেম্বর নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা দুর্গাপূজার উৎসবকে আরও অনিশ্চয়তায় ফেলে দিতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ও কলকাতা পুরসভা বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করেছে। কিন্তু এই প্রবল বৃষ্টিতে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করেছেন, কারণ জলমগ্ন এলাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

সব মিলিয়ে, টানা বৃষ্টির এই ধারা কলকাতার নগর পরিকল্পনা ও নিকাশি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার, প্রশাসন কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়, আর এই বৃষ্টি কি উৎসবের আনন্দকে ধুয়ে নিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *