‘ব্যালন ডি’অর’-এর চেয়েও বড়, দেম্বেলের কাছে শ্রেষ্ঠ সম্মান মানুষের ভালোবাসা – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
ফুটবল মাঠে তার পারফরম্যান্স নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু এবার উসমান দেম্বেলে এমন এক সম্মান পেলেন, যা ব্যালন ডি’অরের চেয়েও বড়। ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ফরাসি তারকা। এই শিরোপা জিতে দেম্বেলে আবেগে ভাসছেন।
স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন দেম্বেলে। তার এই অর্জনকে ঘিরে ফুটবল মহলে চলছে নতুন আলোচনা। দেম্বেলে জানিয়েছেন, এই পুরস্কার আসলে মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতীক। এটি তার কাছে ব্যালন ডি’অরের চেয়েও বেশি মূল্যবান।
পিএসজি তারকার এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মন ছুঁয়েছে। ফুটবল জীবনে সাফল্য পেতে সবাই লড়াই করেন। তবে দর্শকদের ভালোবাসা যে কোনো পুরস্কারের চেয়ে অনেক বড়, দেম্বেলের এই কথা আবারও তা প্রমাণ করল।