রাতভর বৃষ্টিতে ভাসছে কলকাতা, পুজোর আগেই কি বড় বিপর্যয়? – এবেলা
এবেলা ডেস্কঃ
সোমবার মাঝরাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রাতভর প্রবল বর্ষণে জল জমেছে। বহু জায়গায় হাঁটু বা তারও বেশি জলে ডুবেছে রাস্তাঘাট। এর ফলে শহরের স্বাভাবিক জনজীবন ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে অফিসযাত্রীরা যানবাহনের অভাবে চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
পুজোর আগে শহরের বিভিন্ন এলাকায় প্যান্ডেল তৈরির কাজ চলছে। টানা বৃষ্টির কারণে অনেক প্যান্ডেলের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগের ফলে উৎসবের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত। হাওয়া অফিস আগেই পুজোর আগে এমন দুর্যোগের ইঙ্গিত দিয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গের মতো বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই।