ট্রাম্পের ‘ভিসাবোমা’র পর বরফ কি গলছে? জয়শংকরের সঙ্গে বৈঠক শেষে কী বললেন মার্কিন বিদেশ সচিব? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে মুখোমুখি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সম্প্রতি দু’দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা গিয়েছিল। ‘শুল্কবোমা’র পর এবার ‘ভিসাবোমা’য় দিল্লির উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘটনার একদিন পরেই জয়শংকরের সঙ্গে বৈঠক করলেন মার্কিন বিদেশ সচিব। স্বভাবতই এই বৈঠকের দিকে নজর ছিল আন্তর্জাতিক মহলের। কিন্তু বৈঠকের পর মার্কিন বিদেশ সচিবের গলায় শোনা গেল ভিন্ন সুর।

তিনি বলেন, “ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।”

দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কোয়াড প্রসঙ্গ নিয়েও এই বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা যায়। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি ভিসা নীতির কড়াকড়ি এবং ভিসা পেতে মোটা অঙ্কের ফি আরোপ করার ট্রাম্প সরকারের সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মহলে যে চাপ সৃষ্টি হয়েছিল, মার্কো রুবিওর এই মন্তব্য সেই চাপ কমানোর একটি প্রচেষ্টা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *