রেকর্ড বৃষ্টিতে ভাসছে কলকাতা, জলবন্দি তিলোত্তমা, ব্যাহত রেল-মেট্রো – এবেলা
এবেলা ডেস্কঃ
পূজোর শুরুতেই পূর্বাভাস সত্যি করে শহরে রাতভর তুমুল বৃষ্টি। টানা পাঁচ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা-সহ একাধিক জেলা। শিয়ালদহ রেললাইনে জল জমে যাওয়ায় সকাল থেকে উত্তর ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত। শিয়ালদহ স্টেশন পর্যন্ত কোনো ট্রেন ঢুকতে পারছে না।
শহরের রাস্তাঘাট জলবন্দি হয়ে পড়ায় বাস ও অটো চলাচল কার্যত বন্ধ। এদিকে মেট্রো পরিষেবাও আংশিকভাবে চলছে, যার জেরে সকাল থেকে কর্মস্থলে যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
হাওয়া অফিসের পূর্বাভাস ছিলই যে বৃষ্টি পুজোর আনন্দ কিছুটা হলেও মাটি করতে পারে। সেই আশঙ্কা সত্যি করে প্রতিপদ অর্থাৎ সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে কার্যত ভেসেছে গোটা কলকাতা। সূত্র অনুযায়ী, পাঁচ ঘণ্টায় গড়ে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিককালে রেকর্ড। এর ফলে উত্তর থেকে দক্ষিণ, গোটা শহরে জল ঢুকেছে, বহু বাড়িতে জল জমে গেছে।
শিয়ালদহ রেলওয়ে ট্র্যাক জলের তলায় চলে যাওয়ায় ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। উত্তর শাখায় দমদম থেকে ট্রেন চললেও তা অত্যন্ত ধীর গতিতে চলছে, এবং বহু ট্রেন বাতিল করা হয়েছে।
একই অবস্থা মেট্রো পরিষেবাতেও। জল জমার কারণে আপ ও ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। রাস্তাঘাট জলবন্দি থাকায় বাস-অটো না চলায় সাতসকালে জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ চূড়ান্ত সমস্যায় পড়েছেন।
ভোর পাঁচটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ (মিমি-তে) ছিল এমন:
গড়িয়া- ৩৩২
যোধপুর পার্ক- ২৮৫
কালিঘাট- ২৮০.২
তপসিয়া- ২৭৫
বালিগঞ্জ- ২৬৪
চেতলা- ২৬২
মোমিনপুর- ২৩৪
চিংড়িহাটা- ২৩৭
পামার বাজার- ২১৭
ধাপা- ২১২
সিপিটি ক্যানেল- ২০৯.৪
উল্টোডাঙ্গা- ২০৭
কুঁদঘাট- ২০৩.৪
ট্যাংরা- ২০১
ঠনঠনিয়া- ১৯৫