রাতভর বৃষ্টিতে কলকাতা অচল, রেল-মেট্রো দুই পরিষেবাই বন্ধ! চরম ভোগান্তিতে হাজার হাজার যাত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা ও শহরতলিতে রাতভর প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টিতে রেল ও মেট্রো লাইনে জল জমে যাওয়ায় কার্যত স্তব্ধ হয়ে গেছে ট্রেন ও মেট্রো পরিষেবা, যার জেরে সকালে অফিসে বের হওয়া হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
শিয়ালদহ থেকে হাওড়া, সর্বত্রই এক ছবি। শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে যাওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখা ও চক্ররেলের পরিষেবা। একই চিত্র হাওড়া ডিভিশনেও। হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড এবং চিৎপুর উত্তর কেবিনের মতো গুরুত্বপূর্ণ কারশেডগুলো সম্পূর্ণ জলমগ্ন। যদিও পাম্প দিয়ে জল সরানোর চেষ্টা চলছে, তবে অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে।
এই দুর্যোগের কারণে শিয়ালদহ থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস। লোকাল ট্রেনগুলোর যাত্রাপথও সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। বনগাঁ ও হাসনাবাদ লাইনের ট্রেনগুলো দমদম জংশন স্টেশনে আটকে যাচ্ছে, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কখন ট্রেন আসবে বা পরিষেবা স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না রেল কর্তৃপক্ষ।
একইভাবে, হাওড়া ডিভিশনেও বিঘ্নিত হয়েছে দূরপাল্লার ট্রেন পরিষেবা। হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রাও প্রভাবিত হয়েছে। তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেনগুলোও চলছে দেরিতে। যাত্রীরা দীর্ঘ সময় ধরে স্টেশনে আটকে আছেন।
রেল লাইনের পাশাপাশি কলকাতা মেট্রোর ব্লু লাইনেও জল জমেছে। মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মধ্যে জল জমার কারণে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। এর ফলে, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চললেও শহীদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। এই আকস্মিক দুর্যোগে বহু যাত্রী স্টেশনে আটকা পড়েছেন এবং অনেকেই বিকল্প যানবাহনের খোঁজে বেরিয়ে পড়েছেন। তবে শহরের অধিকাংশ রাস্তা জলমগ্ন থাকায় গন্তব্যে পৌঁছানো নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।