বিদেশের মাটিতে ভারতীয়কে ৪ বছরের কারাদণ্ড, সঙ্গে বেতের আঘাত! কী এমন করেছিলেন ওই ব্যক্তি? – এবেলা
এবেলা ডেস্কঃ
সিঙ্গাপুরের একটি শপিং মলের নার্সিং রুমে এক নারীকে যৌন হেনস্তা করার অভিযোগে ৪৬ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে চার বছরের কারাদণ্ড এবং ছয় বেতের আঘাতের সাজা দিল সেদেশের আদালত। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দণ্ডিত ওই ব্যক্তির নাম অঙ্কিত শর্মা, যিনি সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা।
জানা গেছে, গত বছর ১ মার্চ চাংগি সিটি পয়েন্ট মলের একটি বারের ঘটনা এটি। ৩১ বছর বয়সী ওই নারী একজন টেকনিক্যাল রিক্রুটার। তিনি তার সহকর্মীর মাধ্যমে অঙ্কিত শর্মার সঙ্গে পরিচিত হয়েছিলেন। প্রথম সাক্ষাতেই পেশাগত আলোচনা থেকে সরে গিয়ে অঙ্কিত যৌনতাপূর্ণ ও ব্যক্তিগত কথাবার্তা শুরু করেন। অস্বস্তিতে পড়ে ওই নারী শৌচাগারে চলে যান। কিন্তু ফিরে এসে দেখেন অঙ্কিত বাইরে তার জন্য অপেক্ষা করছেন। এরপর জোর করে ওই নারীকে নার্সিং রুমে টেনে নিয়ে যান অঙ্কিত এবং তার ইচ্ছার বিরুদ্ধে বারবার যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।
আদালতে অঙ্কিতের আইনজীবী দাবি করেন, ওই নারী নিজের ইচ্ছেতেই সম্পর্কে সম্মত হয়েছিলেন এবং তিনিই নার্সিং রুমে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে অঙ্কিত যখন তার নিঃশ্বাসের দুর্গন্ধ নিয়ে মন্তব্য করেন, তখন তিনি রেগে যান। কিন্তু প্রসিকিউশন পক্ষ এই যুক্তি সম্পূর্ণ বাতিল করে দেয় এবং জানায়, অঙ্কিতের অপরাধ অত্যন্ত গুরুতর। এটি ওই নারীর ব্যক্তিগত জীবনে দীর্ঘস্থায়ী মানসিক আঘাতের কারণ হতে পারে।
শেষ পর্যন্ত আদালত প্রসিকিউশনের আবেদন মেনে নিয়ে অঙ্কিতকে ৪ বছরের কারাদণ্ড এবং ছয়টি বেতের আঘাতের সাজা দেয়। উল্লেখ্য, এই ধরনের অপরাধের জন্য দুই থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং বেতের সাজার বিধান রয়েছে।