বিদেশের মাটিতে ভারতীয়কে অপমান করতে চেয়েছিল ভ্লগার, পাল্টা জবাব দিয়ে জিতলেন মন – এবেলা
এবেলা ডেস্কঃ
সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক বিদেশি ভ্লগার এবং একজন ভারতীয় ব্যক্তির মধ্যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ঘটনাটি একটি ভারতীয় রেস্তোরাঁর, যেখানে তিন বন্ধু একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করছিলেন। এই তিনজনের মধ্যে একজন ছিলেন বিদেশি ভ্লগার, অন্যজন ভারতীয় এবং তৃতীয় জনও বিদেশি ভ্লগার বলে অনুমান করা হচ্ছে।
খাবার শেষে বিল দেওয়ার সময় ভ্লগারটি ভারতীয় বন্ধুটিকে গরিব ভেবে পুরো বিল নিজে দিতে চায়। ভ্লগারের এই অহংকারী আচরণ ভারতীয় বন্ধুটির মনকে আঘাত করে। সে শান্ত ও শালীন ভঙ্গিতে বলে, ‘আপনি বসুন, পেমেন্ট হয়ে যাবে।’ কিন্তু বিদেশি ভ্লগার বারবার বলতে থাকে, ‘নো মাই ফ্রেন্ড…।’
ভারতীয় যুবকের বুদ্ধিমত্তার কাছে হার মানলেন ভ্লগার
ভিডিওতে দেখা যায়, ভ্লগারের বারবার অনুরোধ সত্ত্বেও ভারতীয় যুবকটি কোনো কথা না শুনে উঠে গিয়ে পুরো বিল নিজে মিটিয়ে দেন। শুধু তাই নয়, বিল পরিশোধের পর তিনি বিদেশি বন্ধুর জন্য একটি ঠাণ্ডা বিয়ারও অর্ডার করেন। এই অপ্রত্যাশিত ব্যবহারে বিদেশি ভ্লগার পুরোপুরি অবাক হয়ে যান এবং জিজ্ঞাসা করেন, ‘এটা কে অর্ডার করেছে?’ ভারতীয় যুবকের এমন আচরণ দেখে ভ্লগারটি এতটাই হতভম্ব হয়ে যান যে তিনি কোনোভাবেই বিল দেওয়ার সুযোগ পাননি।
নেটিজেনদের প্রশংসা
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। বেশিরভাগ ব্যবহারকারী বিদেশি ভ্লগারের অহংকারী মনোভাবের সমালোচনা করেন এবং ভারতীয় যুবকের শালীনতা ও উদারতার প্রশংসা করেন। অনেকে এই ঘটনাকে ‘আসল ভারতীয় আতিথেয়তা’র একটি উজ্জ্বল উদাহরণ হিসেবেও বর্ণনা করেছেন। ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে ‘jaystreazy’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং পছন্দ করেছেন।