বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় পতঞ্জলির আচার্য! কেন রামদেব বললেন ঐতিহাসিক পদক্ষেপ? – এবেলা

এবেলা ডেস্কঃ

পতঞ্জলির দাবি, সংস্থার সিইও আচার্য বালকৃষ্ণকে বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়র। এই খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, এই স্বীকৃতি কেবল আচার্য বালকৃষ্ণ বা পতঞ্জলির জন্য নয়, সমগ্র দেশ এবং আয়ুর্বেদের জন্য গর্বের বিষয়। তাদের দাবি, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, যদি প্রবল ইচ্ছাশক্তি থাকে, তবে কোনও কিছুই আসাম্ভব নয়।

৩০০-র বেশি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে

পতঞ্জলির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আচার্য বালকৃষ্ণের অনুপ্রেরণা এবং পরিচালনায় ৩০০টিরও বেশি গবেষণাপত্র আন্তর্জাতিক রিসার্চ জার্নালগুলিতে প্রকাশিত হয়েছে। তাঁর নিরন্তর তত্ত্বাবধানে ১০০টিরও বেশি আয়ুর্বেদিক ঔষধও তৈরি করা হয়েছে, যা জনসাধারণের কাছে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য উপলব্ধ।

পতঞ্জলির দাবি, আচার্য বালকৃষ্ণ যোগ এবং আয়ুর্বেদের উপর ১২০টিরও বেশি বই লিখেছেন। এছাড়াও, তিনি ২৫টিরও বেশি প্রাচীন আয়ুর্বেদিক পাণ্ডুলিপি সংরক্ষণ করেছেন।

বাবা রামদেব একে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলেছেন

এই প্রসঙ্গে যোগগুরু বাবা রামদেব বলেন, ‘আচার্য বালকৃষ্ণ শুধু আয়ুর্বেদকে বৈজ্ঞানিক প্রমাণের সঙ্গে স্থাপন করেননি, বরং সারা বিশ্বের গবেষকদের জন্য গবেষণার নতুন পথ খুলে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় তাঁর নাম থাকা প্রমাণ করে যে, প্রাকৃতিক ঔষধি এবং সনাতন আয়ুর্বেদিক জ্ঞানের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। এটি ভারতের গবেষণা দক্ষতা এবং বৈশ্বিক নেতৃত্বের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *