আচমকাই মাইসুরুর দশেরা উৎসবে বানু মুশতাক, বিতর্কের পর আসল সত্যিটা কী – এবেলা
এবেলা ডেস্কঃ
মাইসুরুতে ঐতিহ্যবাহী দশেরা উৎসবের উদ্বোধন করলেন আন্তর্জাতিক বুকার জয়ী লেখিকা বানু মুশতাক। চামুন্ডি হিলসের শ্রী চামুন্ডেশ্বরী মন্দিরে এই উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তাঁর আমন্ত্রণ ঘিরে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি, যা প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টও খারিজ করে দেয়। আদালতের রায়ে বলা হয়, দশেরা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি কর্ণাটকের একটি সাংস্কৃতিক উৎসবও বটে।
উদ্বোধনী অনুষ্ঠানে বানু মুশতাক বলেন, এই উৎসব হলো সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। বিজেপি নেতাদের আইনি লড়াই ও বিতর্কের পরেও তাঁর হাতে উৎসবের উদ্বোধন হওয়ায় এটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর উপস্থিতি বিতর্ক সত্ত্বেও উৎসবের সর্বজনীন বার্তা তুলে ধরেছে, যা অনেককে অবাক করে দিয়েছে। এটি প্রমাণ করে যে সংস্কৃতি ও সম্প্রীতির কাছে আইনি বাধাগুলি শেষ পর্যন্ত গুরুত্বহীন।