যে ৫টি গ্রামের জন্য মহাভারত যুদ্ধ হয়েছিল! জানুন আজ কোথায় আছে সেই স্থানগুলি – এবেলা
এবেলা ডেস্কঃ
মহাভারতের যুদ্ধ মানব ইতিহাসের এক অন্যতম ধ্বংসাত্মক ঘটনা। এই মহাযুদ্ধের মূল কারণ ছিল পাণ্ডব ও কৌরবদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। পাণ্ডবরা তাদের তেরো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস পূর্ণ করার পর যখন নিজেদের রাজ্য ফিরে পেতে চাইলেন, তখন তাঁরা যুদ্ধ এড়ানোর জন্য শান্তির পথ বেছে নিলেন।
শ্রীকৃষ্ণের শান্তি প্রস্তাব
যুদ্ধ এড়াতে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হয়ে হস্তিনাপুরে শান্তির বার্তা নিয়ে গিয়েছিলেন। তিনি দুর্যোধনের কাছে মোট তিনটি প্রস্তাব দিয়েছিলেন। প্রথমত, ইন্দ্রপ্রস্থ রাজ্যকে সম্মানের সঙ্গে পাণ্ডবদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। দ্বিতীয়ত, দুর্যোধন ও তার ভাইয়েরা দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে তার পায়ে মাথা রেখে আশীর্বাদ গ্রহণ করুক। কিন্তু দুর্যোধন এই দুই প্রস্তাবই প্রত্যাখ্যান করে।
তৃতীয় প্রস্তাবে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জন্য মাত্র ৫টি গ্রাম চাইলেন। এতে পাণ্ডবরা যাতে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। শ্রীকৃষ্ণ যে ৫টি গ্রামের কথা বলেছিলেন, সেগুলি হলো অবস্থল, বারণাবত, বৃকস্থল, মাকণ্ডী এবং ইচ্ছামতো আরও একটি গ্রাম।
দুর্যোধনের চরম ঔদ্ধত্য
শ্রীকৃষ্ণের এই শান্তি প্রস্তাবে সভায় উপস্থিত প্রায় সকলেই সহমত ছিলেন। কিন্তু দুর্যোধন ও শকুনি এতেও রাজি হলেন না। দুর্যোধন ঔদ্ধত্যের সঙ্গে বলেছিলেন, “আমি পাণ্ডবদের সুঁচের ডগার সমান জমিও দেব না।” এমনকি দুর্যোধন শ্রীকৃষ্ণকে বন্দী করার চেষ্টা করে তার চরম মূর্খতার প্রমাণ দেন। এরপরই শ্রীকৃষ্ণ নিশ্চিত হন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং কৌরবদের বিনাশ অনিবার্য।
আজকের দিনে সেই গ্রামগুলির অবস্থান
মহাভারতের সেই গ্রামগুলি বর্তমানে কোথায় অবস্থিত, তা নিয়ে কৌতূহল স্বাভাবিক। মনে করা হয়, অবস্থল আজকের কানৌজ শহর, বারণাবত উত্তরাখণ্ডের ঋষিকেশের কাছে শিবপুরী নামক স্থান, আর বৃকস্থল হলো হরিয়ানার গুরুগাঁওয়ের কাছে অবস্থিত একটি জায়গা। মাকণ্ডী গ্রামটি গঙ্গা নদীর তীরে কোথাও ছিল বলে অনুমান করা হয়।