৭৪ কোটির সড়ক ৭৪ দিনেও টিকল না, এক বৃষ্টিতেই আসল চেহারা ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ

৭৪ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল সড়ক। কিন্তু কাজ শেষের তিন মাসের মধ্যেই প্রথম বৃষ্টিতেই বেরিয়ে এল সেই নিম্নমানের কাজের ছবি। জাতীয় সড়ক ১৩০-এর মান নিয়ে এখন প্রশ্ন উঠেছে। মাত্র কিছু মাস আগেই মাদাংমুড়া থেকে দেবভোগ ওড়িশা সীমান্ত পর্যন্ত এই সড়কটির কাজ শেষ হয়েছিল।

সড়কের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং পিচ উঠে গিয়েছে। যা দেখে স্থানীয়দের অভিযোগ, নির্মাণে ব্যবহৃত উপকরণ এবং কারিগরি মান ভীষণ খারাপ ছিল।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, NHAI দ্বারা নির্মিত সড়কটি অত্যন্ত নিম্নমানের ছিল। সড়ক তৈরির তিন মাসের মধ্যেই এমন অবস্থা হওয়ায় সাধারণ মানুষের সন্দেহ আরও জোরালো হয়েছে। গ্রামের মানুষ প্রশাসনকে এই নিয়ে একটি লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

অভিযোগের তালিকায় যা যা থাকছে

১. সড়ক তৈরির জন্য উভয় দিকে ১২ মিটার জমি অধিগ্রহণের কথা ছিল, কিন্তু সেই নিয়ম মানা হয়নি।

২. মুড়াগ্রাম ও চিচিয়াতে গরিব মানুষের বাড়ি ও শৌচাগার ভাঙা হয়েছে, কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি ছেড়ে দেওয়া হয়েছে।

৩. শহরের অংশগুলিতে পার্কিং টাইলস বসানোর কথা ছিল, কিন্তু সেই কাজও এখনও শুরু হয়নি।

৪. সড়ক তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, অথচ ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে, যা কাজের মান নিয়ে প্রশ্ন তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *