ভারী বৃষ্টিতে ডুবল কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের করুণ মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর মুখে রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, যার ফলে জনজীবন প্রায় স্তব্ধ। এরই মধ্যে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার নেতাজিনগরে।

জলমগ্ন রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন এক যুবক। ভারসাম্য হারিয়ে তিনি রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে হাত দেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

গোটা শহরজুড়ে জল জমা হওয়ায় নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গাতেই একই চিত্র। জল নামাতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে কলকাতা পৌরসভা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, এই দুর্যোগের মাঝেই রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁর কলকাতায় আসার কথা। তাঁর হাতেই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার উদ্বোধন হওয়ার কথা, যার মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ‘অপারেশন সিঁদুর’ থিমের এই পুজো এবার ৯০তম বর্ষে পা দিয়েছে। এছাড়া সল্টলেকের ইজেডসিসি-র দুর্গাপূজার উদ্বোধন করারও কথা রয়েছে তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *