লক্ষ্মীর ভাণ্ডার কবে ঢুকবে অ্যাকাউন্টে সামনে এল বড় খবর – এবেলা
এবেলা ডেস্কঃ
পুজোর মুখে রাজ্য সরকারের এক বড় সিদ্ধান্তে স্বস্তিতে লক্ষ্মীর ভাণ্ডার এবং জয় বাংলা প্রকল্পের উপভোক্তারা। অক্টোবর মাসের আর্থিক অনুদান মাসের শুরুতেই দেওয়ার ঘোষণা করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, পুজোর বাড়তি খরচ মেটাতে ১ অক্টোবর উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।
পুজোর মাসে অতিরিক্ত খরচের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সাধারণত মাসের শেষের দিকে এই প্রকল্পের টাকা দেওয়া হলেও, এবার পুজোর ছুটির কারণে তা আগেই দেওয়া হচ্ছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সরকারি দফতরগুলিতে পুজোর ছুটি থাকবে। এই পরিস্থিতিতে অর্থ দফতর ট্রেজারিগুলোতে বিল বা অ্যাডভাইস আগে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে ১ অক্টোবরের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে আর্থিক সহায়তা পান। পুজোর ঠিক আগে টাকা পাওয়ার খবরে খুশি উপভোক্তারা।