অন্ধকার রাতে কলকাতায় এ কী ঘটল! ঘুম ভাঙতেই শহর জুড়ে হাহাকার, ডুবল রাস্তা থেকে ট্রেন – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার রাত থেকেই শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে ভেসে গেছে কলকাতা। মঙ্গলবার সকালেও বৃষ্টি জারি থাকায় শহরের উত্তর, মধ্য ও দক্ষিণ অংশের বেশিরভাগ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। মানিকতলা থেকে মুদিয়ালি, সব জায়গায় হাঁটু বা কোমর পর্যন্ত জল জমে যাওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত। অনেক জায়গায় গাড়ি ও অটো রাস্তায় আটকে পড়েছে।

বৃষ্টির প্রভাব পড়েছে ট্রেন ও মেট্রো চলাচলেও। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া ও শিয়ালদহ স্টেশনের বিভিন্ন ইয়ার্ড এবং রেল লাইনে জল জমেছে। হাওড়া, শিয়ালদহ দক্ষিণ ও চিৎপুর-সহ একাধিক জায়গায় জল পাম্প করে বের করার চেষ্টা করা হলেও, আশেপাশের এলাকা থেকে ফের জল ঢুকে পড়ছে।

এই পরিস্থিতিতে বেশ কিছু দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে অন্যতম হল ১৩১১৩ আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং ১৩১৭৭ শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস। এছাড়া, শিয়ালদহ দক্ষিণ শাখা ও সার্কুলার রেলের ট্র্যাক ও ইয়ার্ডে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই আকস্মিক বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *