শোভাযাত্রায় হঠাৎ থমকে গেল চন্দ্রকোনারোড, মহালয়ার সকালে এ কী দৃশ্য! – এবেলা
September 23, 2025
এবেলা ডেস্কঃ
মহালয়ার পুণ্যলগ্নে এক অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরজুড়ে কৌতূহল তৈরি করে। স্থানীয়দের পাশাপাশি বহু মানুষ এই বিশেষ কর্মসূচির সাক্ষী হতে ভিড় করেন। গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই বিশেষ দিনে আরএসএস সদস্যরা নানা কর্মসূচির মধ্যে দিয়ে শতবর্ষ উদযাপন করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধীমান কোলে, গৌতম কৌড়ি সহ একাধিক সদস্যরা। তাদের সঙ্গে পা মেলান বহু স্থানীয় মানুষ। এক ঝলকে দেখলে মনে হবে যেন এক উৎসবের মেজাজ, যা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে— “আসলে কী ঘটেছে?”