গড়বেতায় মেধা অভীক্ষা, ১৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সাফল্যের আলো – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা তিন নম্বর ব্লকে রবিবার আয়োজিত হলো জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা। এই অভীক্ষায় অংশগ্রহণ করে প্রায় ১৬০০ শিক্ষার্থী, যা বিজ্ঞান শিক্ষার প্রতি তাদের আগ্রহের এক দারুণ প্রতিফলন।
মোট ছয়টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই মেধা অভীক্ষায় অংশগ্রহণকারীরা বিজ্ঞান সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেয় এবং নিজেদের মেধার পরিচয় দেয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও যুক্তির প্রতি আগ্রহ তৈরি করা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজাতা মাইতি এবং অন্যান্য বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তারা। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও অনেক শিক্ষার্থীকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।