গুপ্ত ইতিহাসের সাক্ষী নবনগরের শিকদার বাড়ি, আজও অমলিন আট দশকের পুরোনো দুর্গাপূজা – এবেলা

এবেলা ডেস্কঃ

আলিপুরদুয়ার ফালাকাটার জটেশ্বরের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগরে এক অসামান্য দুর্গা পূজার সাক্ষী হয়ে আছে শিকদার পরিবার। দেশভাগের কারণে প্রায় আশি বছর আগে পূর্বপুরুষদের পুরোনো ভিটে ছেড়ে এপারে চলে এলেও, শিকদার বাড়ির প্রাচীন দুর্গোৎসবের ঐতিহ্য এতটুকু ম্লান হয়নি। ওপার বাংলার সেই পুরোনো রীতি মেনেই আজও এই পরিবারে প্রতি বছর দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। পিতলের ঢাল-তরোয়াল আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে পুজো মণ্ডপকে মহিমান্বিত করে তোলে।

এই পুজো ঘিরে শিকদার বাড়ির সদস্যদের মধ্যে এক অন্যরকম আবেগ কাজ করে। তাদের বিশ্বাস, এ যেন শুধু একটি পূজা নয়, পূর্বপুরুষদের স্মৃতি আর ইতিহাসের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এই পূজার বিশেষত্ব হলো, প্রতিমা প্রায় চার-পাঁচ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় এবং দশমীর দিনে একইভাবে কাঁধে করেই বিসর্জন দেওয়া হয়। এই বিশেষ যাত্রায় প্রায় দেড়শো স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা শিকদার বাড়ির এই পূজাকে এক অনন্য সামাজিক উৎসবে পরিণত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *