শীতের বাগানে রংবেরঙের ফুল ফুটছে, আপনার ছোট্ট বাগান কি সেজে উঠছে স্বর্গের মতো? – এবেলা
এবেলা ডেস্কঃ
শীতকাল মানেই বাগানে রঙের খেলা। রঙিন ফুলে ভরে ওঠে বাড়ির ছোট্ট উঠোন বা বারান্দা। কিন্তু কোন ফুল গাছ লাগালে আপনার বাগানও হবে এক টুকরো স্বর্গ? এই শীতের মরসুমে গাঁদা, ডালিয়া, পেটুনিয়া, অ্যাস্টার থেকে শুরু করে নানা ধরনের ফুলের গাছ লাগানো যেতে পারে। শুধু বাগান নয়, সঠিক পরিচর্যায় টবেও এই ফুলগুলো ফুটে ওঠে দারুণভাবে। ঠান্ডা আবহাওয়া এবং পর্যাপ্ত রোদ পেলে এই গাছগুলো যেমন দ্রুত বৃদ্ধি পায়, তেমনই রোগপোকার আক্রমণও কম হয়।
বাগানকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইলে গাঁদা ও পেটুনিয়া দিয়ে একটি রংবেরঙের বর্ডার তৈরি করা যায়। এর সাথে যোগ করা যেতে পারে ডালিয়ার মতো বড় আকারের ফুল, যা বাগানের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেবে। নিয়মিত হালকা জল এবং গোড়ায় সার দিলে এই গাছগুলো ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত একটানা ফুল দিয়ে যায়। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে শীতের এই ফুলগুলো আপনার মনকেও সতেজ করে তুলবে। তাই আর দেরি না করে এখনই শুরু করুন আপনার শীতের বাগানের প্রস্তুতি।