প্যালেস্তাইনকে কেন অস্ত্র ছাড়তে বললেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস? সামনে এল চাঞ্চল্যকর তথ্য! – এবেলা
এবেলা ডেস্কঃ
একটার পর একটা দেশ প্যালেস্তাইনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই তালিকায় যোগ দিয়েছে ফ্রান্স, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ। এর মধ্যেই প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস হামাসের মতো জঙ্গি সংগঠনগুলিকে তাদের অস্ত্র জমা দিতে এবং প্যালেস্তাইনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন।
কিন্তু হঠাৎ কেন এই আহ্বান? আসলে, প্যালেস্তাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস হামাস ও তাদের সহযোগী গোষ্ঠীগুলিকে অবিলম্বে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং তাদের অস্ত্র প্যালেস্তাইনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া উচিত। আমেরিকা ভিসা দিতে রাজি না হওয়ায় মাহমুদ আব্বাস একটি অনলাইন সম্মেলনে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি এই কথা বলেন।
এরপরই ইজরায়েলি হামলার নিন্দা করেন তিনি। দ্য টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদন অনুযায়ী, হামাসের কাছে অস্ত্র সমর্পণের আহ্বান জানানোর পর মাহমুদ আব্বাস গত ৭ অক্টোবরের ইজরায়েলি হামলারও তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “আমরা ৭ অক্টোবর, ২০২৩-এ হামাসের করা সেই হামলার নিন্দা করছি, যেখানে সাধারণ নাগরিকদের হত্যা ও অপহরণ করা হয়েছিল।” উল্লেখ্য, ওই হামলায় হামাস ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে ১,২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে এবং শত শত ইজরায়েলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়।
প্যালেস্তাইনকে ইতিমধ্যেই ১৫২টি দেশ স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়াও এই স্বীকৃতি দেয়। তবে প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইউরোপের দেশগুলির মধ্যে বিভাজন দেখা যাচ্ছে। ইতালি এখনও প্যালেস্তাইনকে স্বীকৃতি দেয়নি, যার ফলে সেখানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।