আকস্মিক সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা, হাতির মতো শুঁড়ে ঢুকে গেল বাইক! সিসিটিভি ফুটেজে শিহরণ জাগানো দৃশ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর প্রদেশের হাপুরে একটি ভয়াবহ পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাইক দ্রুত গতিতে ছুটে এসে অন্য একটি বাইককে সরাসরি সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতই ভয়ঙ্কর ছিল যে, মনে হচ্ছিল যেন একটি বাইক হাতির মতো শুঁড় দিয়ে অন্যটিকে গুঁড়িয়ে দিয়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় দুই বাইক আরোহীই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাদের অবস্থা দেখে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনাটি। ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাইক নিজের লেনে স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি বাইক প্রচণ্ড গতিতে এসে তার সঙ্গে সংঘর্ষ ঘটায়। দ্বিতীয় বাইকের অত্যধিক গতিই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সড়ক নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানুষজন বলছেন, শুধুমাত্র নিয়ম না মেনে দ্রুত গতিতে বাইক চালানো এবং অসাবধানতাই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ। প্রশাসনের পাশাপাশি প্রত্যেক বাইক আরোহীর সতর্ক হওয়া এবং গতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।