জলমগ্ন কলকাতায় মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জিতু কামালের, নেটিজেনদের হাসির খোরাক নিয়ে ক্ষুব্ধ অভিনেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

গত কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা। রাস্তাঘাট, স্টেশন থেকে শুরু করে কুমোরটুলির প্রতিমা পর্যন্ত জলমগ্ন। এর মধ্যেই জীবন সচল রাখতে লড়াই করছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লড়াইয়ের ছবি ছড়িয়ে পড়তেই কিছু নেটিজেন সেগুলোকে হাসির খোরাক হিসেবে ব্যবহার করছেন। এমন পরিস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করে মুখ খুলেছেন অভিনেতা জিতু কামাল।

অভিনেতা তার সামাজিক মাধ্যম থেকে একটি ভিডিও শেয়ার করে মানবিকতার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নিজেদের রিচ বাড়ানোর জন্য বিভিন্ন ভিডিও বানাই, কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হলো মানবিকতার খাতিরে একটি ভিডিও বানানো উচিত।’ জিতু কামালের মতে, যাদের ছবি বা ভিডিও দেখে অনেকে ‘হা হা’ রিয়্যাক্ট দিচ্ছেন, তাদের এমন পরিস্থিতিতে হাসি-ঠাট্টা করা উচিত নয়। অভিনেতা বলেন, ‘কেউ হাঁটুসমান জল পেরিয়ে কাজে যাচ্ছেন, কেউ মাথার ওপর দোকানের জিনিস নিয়ে ফুটপাত দিয়ে হাঁটছেন। ওদের দেখে হাসবেন না, বরং একে অপরের পাশে দাঁড়ান।’

জিতু আরও জানান যে, তার বাবা তাকে সবসময় মানুষের পাশে থাকার শিক্ষা দিয়েছেন এবং তিনিও তার সাধ্যমতো মানুষের পাশে থাকবেন। দুর্গাপূজার ঠিক আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন যেন এই কয়েক দিন ‘শুভ প্রথমা’ বা ‘শুভ দ্বিতীয়া’র মতো শুভেচ্ছা না পাঠানো হয়। তার মতে, এখনকার পরিস্থিতি মোটেও শুভ নয়। তবে তিনি আশাবাদী যে মানুষ একে অপরের পাশে দাঁড়ালে আবারও কলকাতা দুর্গাপূজার আনন্দে মেতে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *