পাকিস্তানে এবার ‘গৃহযুদ্ধ’, নিজের দেশের মানুষকে বোমা মেরে মারছে পাক সেনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
ইসলামাবাদে কি তবে গৃহযুদ্ধ শুরু হলো? খোদ পাকিস্তানের সামরিক বাহিনীই তাদের দেশের নিরীহ নাগরিকদের ওপর বোমা বর্ষণ শুরু করেছে। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি বায়ুসেনার আক্রমণে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে, যার মধ্যে বহু শিশুও রয়েছে। পাকিস্তানি সেনারা যেভাবে সাধারণ পাশতুন সম্প্রদায়ের মানুষদের হত্যা করছে, তার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই বর্বর হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। পাকিস্তানের জামুরান, কালাট, খারান, কোয়েট্টা ও ধাদারে পাকিস্তানি সেনা ও আধা-সামরিক বাহিনীর একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বালোচ যোদ্ধারা। বালোচ লিবারেশন আর্মি ঘোষণা করেছে যে নিরীহ পাশতুনদের হত্যার প্রতিশোধ হিসেবে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে, যা অনেকের মনেই গৃহযুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে।
We stand in full solidarity with the #Pashtun! The #Pakistan military has turned our lands into a warzone—villages bombed, families torn apart, children killed.#PakArmy must be held accountable for the genocide of the #Baloch & #Pashtun people.@sakhtarmengal @yousafzailaiba3 pic.twitter.com/6THSB9E9lX
— Shanaaz Baloch (@ShanaazBaloch) September 23, 2025